বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

জিনার গুনা ও তার থেকে মুক্তির উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম জাহিদ।।

মানুষ দুনিয়াতে অনেক প্রকারের গুনাহ করে থাকে। একটি হলো জিনা। জিনাও আবার প্রকারভেদ রয়েছে। যেমন: অন্তরের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, কানের জিনা, চোখের জিনা, শরীরের জিনা ইত্যাদি।

অন্তরের জিনা হলো: অবৈধভাবে কোন নারীকে নিয়ে মনে মনে ভাবা। অন্তরের জিনাই আমাদের বেশি হয়ে থাকে। আমরা অন্তরের যিনাই বেশি পরিমাণ করে থাকি। শয়তান আমাদের অন্তরে খোঁচা দেয়, খোঁচা পেয়ে আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই। অন্তরের জিনা থেকে বাঁচার জন্য আমরা সব সময় ইস্তেগফার ও দুরুদ শরীফ পড়তে থাকবো।

হাতের জিনা: বেগানা কোন নারীর গায়ের স্পর্শ করা, গায়ে হাত দেয়া, বর্তমান সময়ে বন্ধু বান্ধবীর গায়ে হাত দেওয়া। বান্ধবী বন্ধুর গায়ে হাত দেয়া। নারী হয়ে বেগানা পুরুষের গায়ে হাত দেয়া। গায়ে হাত দেয়া তো হয়েই থাকে। এমনও বলে থাকে যে, গায়ে হাত দিলে কি সমস্যা? কিন্তু আল্লাহ তো নিষেধ করে বলেছেন ولا تقربوا الزنا .......... إلخ অর্থাৎ তোমরা জিনার নিকটেও যাইওনা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমীন!

পায়ের যিনা: পুরুষ কর্তৃক কোন বেগানা নারীর সাথে অবৈধ মেলামেশার জন্য/নারী কর্তৃক কোন বেগানা পুরুষের সাথে অবৈধ মেলামেশার জন্য যাতায়াত করা। এটি পায়ে হেঁটে যাওয়া হয়ে থাকে।

কানের জিনা: পুরুষ কর্তৃক সরাসরি বা মোবাইল ফোনে বেগানা নারীর সাথে অযথা কথা বলা বা মহিলা/নারী কর্তৃক সরাসরি বা মোবাইল ফোনে বেগানা পুরুষের সাথে অযথা কথা বলা। কানের জিনা আমাদের দেশে ছড়িয়ে গেছে। বন্ধু তার বান্ধবীর সাথে অবৈধভাবে প্রতিদিন ও বান্ধবী তার বন্ধুর সাথে অবৈধভাবে প্রতিদিন অনেক কথা হচ্ছে। যা গুনাহের কাজ।

চোখের জিনা: পুরুষ কর্তৃক বেগানা নারীর দিকে তাকানো/নারী কর্তৃক বেগানা পুরুষের দিকে তাকানো। চোখের যিনাও প্রতিদিন কম হচ্ছে না।

শরীরের জিনা: অবৈধভাবে পুরুষ/নারীর লজ্জাস্থানের জিনা। আমি মনে করি জিনাতে নারীরা বেশি দায়ী। নারী এমন কাজে রাজি না হলে একজন নরপশুর পক্ষে শারীরিক চাহিদা পূরণ করা সম্ভব না। এমন কাজগুলো থেকে বাঁচার জন্যই আল্লাহ তা'লা পর্দার বিধান দিয়েছেন। পবিত্র কুরআনে সূরা ইয়াসিনে আল্লাহ তা'আলা বলেন, اليوم نختم على افواههم ........إلخ অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দিবেন, ফলে তাদের হাত-পা তাদের কৃতকর্মের সাক্ষী দিবে।

পরিশেষে: সব প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ইস্তেগফার ও দুরুদ শরীফ বেশি করে পাঠ করা। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমীন!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ