মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

সংস্কার চলমান থাকলে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলমান সংস্কারকাজ অব্যাহত থাকলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খান জানান, বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনতে গত এক বছরে র‍্যাব প্রশংসনীয় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড লু। আর তা অব্যাহত থাকলে বাহিনীটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে।

এদিকে, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করলে বিএনপিকে রাজনৈতিক কর্মসূচি পালনে সরকার বাধা দেবে না বলেও মার্কিন কূটনীতিককে আশ্বস্ত করেছে বাংলাদেশ। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটি যাবে কিনা তাও জানতে চেয়েছেন ডোনাল্ড লু।

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে। আর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়। এ সময় দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও মানবাধিকার বিশেষ করে র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার, আগামী নির্বাচন, জিএসপি পূনর্বহালসহ নানা ইস্যুতে আলোচনা করেন তারা।

বৈঠক নিয়ে সন্তোষ জানিয়ে ডোনাল্ড লু বলেন, সম্পর্ক আরও জোরদার করতে চায় দুই পক্ষ। দিনের শেষভাগে আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে আলাদা বৈঠক করেন ডোনাল্ড লু। তখনই র‍্যাবের সংস্কার ও রাজপথে বিএনপির কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

আর, দিনের শুরুতে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। পরে শ্রম অধিকার নিয়ে কাজ করা একটি উন্নয়ন সংস্থার সাথেও মতবিনিময় করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ