বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

যুক্তরাষ্ট্রের থিসিম ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রির সম্মাননা পেলেন মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থিসিমের পক্ষ থেকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি, জামিয়া দারুল উলূম করাচির শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহাম্মদ তাকি উসমানিকে ডক্টরেট ডিগ্রির সম্মাননা প্রদান করা হয়েছে।

ইসলামি আইন ও ফিক্বাহ শাস্ত্রে তার অসামান্য অবদানের জন্য সম্মানসূচক এ পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়াও মুফতি তাকি উসামানিকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান হিসেবেও নিযুক্ত করা হয়।

পাকিস্তানের পত্রিকা দ্যা এলার্ট এ সংবাদ জানিয়েছে। ফ্লোরিডার ইন্টারন্যাশনাল আমেরিকান থিসিম ইউনিভার্সিটি পাকিস্তানের তিনজন আলেমকে সম্মানসূচক এ পিএইচডি ডিগ্রি দেয়। তাদের মধ্যে রয়েছেন জামিয়া দারুল উলূম করাচির ভাইস প্রেসিডেন্ট ও শরীয়ত আদালতের সাবেক বিচারপতি ড.মুফতি মুহাম্মদ তাকি উসমানি, ড.আজিজুর রহমান, ড.হাফিজ আলাউদ্দিন সারং।

গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর এহাব আল শামি, ড. হিদায়াত রহমান, ড. জাহিদ আলীর নেতৃত্বে পাকিস্তান সফরকালে, দশটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে তিনজন মূল্যবান শিক্ষাবিদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. তাকি উসমাতিকে বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান নিযুক্ত করেছেন। এদিকে একাডেমিক সার্কেল পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছে। এটিকে পাকিস্তানের জন্য একটি আন্তর্জাতিক সম্মান বলে অভিহিত করেছে।

আমেরিকান ইন্টারন্যাশনাল থিসিম ইউনিভার্সিটি একটি আধুনিক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে, যেখানে শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমে সাইন ইন করতে পারে, তাদের বাসস্থান থেকে গ্রুপ আলোচনায় অংশ নিতে পারে। বিশ্বের অত্যাধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে থিসিম বিশ্ববিদ্যালয় একটি। সূত্র: এলার্ট ডটকম পাকিস্তান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ