সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং’ কর্মশালা মঙ্গলবার  রবিউস সানি মাসের চাঁদ দেখতে বসছে কমিটি আজহারীর বর্ণনায় নবীজির শারীরিক ও চারিত্রিক সৌন্দর্য জিরি মাদরাসা পরিদর্শনে এসে সৌদি শায়খের বিমুগ্ধতা ফিলিস্তিনকে প্রভাবশালী ৪ রাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু নেজামে ইসলাম পার্টিসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল বাংলাদেশ খেলাফত যুব মজলিস বরিশালের সভাপতিকে বহিষ্কার কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ

খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক আবদুল হালিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের নায়েবে আমীর ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক অধ্যাপক আবদুল হালিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১মেয়ে সহ ইসলামী আন্দোলনের অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান। তিনি সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য ও আমৃত্যু উপদেষ্টা ছিলেন।

আজ সকাল ৯টা ৩০ মিনিটে মীর হাজিরবাগ তা’মিরুল মিল্লাত মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামায অনুষ্ঠিত হয়েছে। তাকে পিরোজপুরের নিজ বাড়ীর কবরস্তানে দাফন করা হবে।

এদিকে অধ্যাপক আবদুল হালিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম অধ্যাপক আবদুল হালিম ছিলেন ইসলামী আন্দোলনের জন্য নিবেদিতপ্রাণ একজন দায়ী। ছাত্রজীবন থেকে মৃত্যু পর্যন্ত তিনি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত ছিলেন। কর্মজীবনেও তিনি ইসলামী দাওয়াহ ও সাহিত্য নিয়ে কাজ করেছেন। তার মৃত্যুতে আমরা একজন বিনয়ী, মৃদুভাষী ও চিন্তাশীল মানুষকে হারালাম। আল্লাহ মরহুম আবদুল হালিমকে মাগফিরাত দান করুন এবং জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরকেও ধৈর্য্য দান করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ