বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

যুক্তরাষ্ট্র ‘বড় শয়তান’: ইরানি প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রকে একহাত নিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ হিসেবে উল্লেখ করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মাহসা আমিনি (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়। এর পর থেকে ইরান জুড়ে তুমুল বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এখন পর্যন্ত দুই শতাধিক লোকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে আমিনির মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ এই দাবি প্রত্যাখ্যান করেছে।

ইরানের তুমুল বিক্ষোভ নিয়ে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা ইরানের নাগরিক ও দেশটির সাহসী নারীদের পাশে আছি। তিনি বলেন, ইরানে যা জাগ্রত হয়েছে তাতে আমি হতবাক। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি এমন কিছু জাগ্রত করেছে আমি মনে করি না যা দীর্ঘ সময়ের জন্য শান্ত হবে।

এমন মন্তব্যের পর ইরানে সহিংসতা উসকে দেওয়ার জন্য বাইডেনকে অভিযুক্ত করেন রাইসি। ইরানের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য দেশটির অভ্যন্তরে নৈরাজ্য, দাঙ্গা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে।

রাইসি আরও বলেন, নাগরিকদের সমস্যা সমাধানে শত্রুদের পরিকল্পনা কার্যকর পদক্ষেপের মাধ্যমে অবশ্যই মোকাবিলা করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি রোববার বলেন, আমরা একত্রে ইরানের স্বাধীনতা রক্ষা করবো।

এর আগেও ইরানের প্রেসিডেন্ট দেশটিতে সংঘর্ষের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছিলেন। এছাড়া চলতি মাসের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন। খামেনি অভিযোগ করেন, তারা ইরানের অগ্রগতি রুখে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ