সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের

আলেমদের দক্ষতাবৃদ্ধি-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আলেমদের দক্ষতাবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘অ্যাকাউন্টিং ও অফিস ম্যানেজমেন্ট কোর্স-২০২২’ চালু করেছে আস-সুন্নাহ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউট। আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন প্রজেক্ট এটি।

জানা যায়, এই কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে— অফিস প্রোগ্রাম, বাংলা ও ইংরেজি কথন-লিখন প্রশিক্ষণ, অ্যাডমেনিস্ট্রেশন ট্রেনিং (অ্যাডমিনের কার্যাবলি), হিসাব রক্ষণ তাত্ত্বিক ও ব্যবহারিকসহ (টালি সফটওয়্যার)।

আবেদনের শেষ তারিখ: ২৩ অক্টোবর, ২০২২
মোট আসন: ৪০টি।
ট্রেনিংয়ের মেয়াদকাল: ১ নভেম্বর ২০২২ থেকে ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত (তিন মাস)।
ট্রেনিং ফি: ৫০ হাজার টাকা (যারা যাকাতের হকদার, তাদের ১০০% স্কলারশিপ দেয়া হবে।)
ট্রেনিংয়ের ধরন: আবাসিক (থাকা-খাওয়া ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে প্রদান করা হবে।)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দাওরায়ে হাদীস/ফাযিল-কামিল

বৈশিষ্ট্য: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকগণ থিউরটিক্যাল ও প্র্যাক্টিক্যাল ক্লাশ নেবেন।
থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত করবে ফাউন্ডেশন।
সুপরিসরসম্পন্ন নিজস্ব ল্যাব থাকায় পর্যাপ্ত হোমওয়ার্কের সুযোগ।
আলেমদের সান্নিধ্যলাভ ও সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করতে পারলে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যতা অনুসারে চাকুরির ব্যবস্থা।
আগ্রহীরা লিংকের ফরমটি পূরণ করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঠিকানায় পাঠিয়ে দিন: https://assunnahfoundation.org/.../as-sunnah-skill-di...
ফরম পাঠানোর ঠিকানা: প্লট-সি ৭০, রোড নং ৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা-১২১২

এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, প্রবাসে থাকাকালীন আমি লক্ষ করেছি, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী থাকলেও অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের শ্রমিকদের গড় উপার্জন অনেক কম। তার কারণ— দক্ষতার অভাব। অন্যরা দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি পাঠালেও আমাদের দেশ থেকে বেশিরভাগ যায় অদক্ষ শ্রমিক।

তিনি বলেন, আমাদের বহুদিনের স্বপ্ন, দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে একটি ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলবো। আলহামদু লিল্লাহ, মহান আল্লাহর অশেষ অনুগ্রহে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। যাত্রা শুরু করছে, ‘আস-সুন্নাহ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউট’। এর জন্য ইতোমধ্যে একটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। এছাড়া রয়েছে ৮০ আসনের ধারণ ক্ষমতাসম্পন্ন, আধুনিক সুবিধা সম্বলিত অডিটোরিয়াম কাম ক্লাশরুম।

তিনি আরও বলেন, এ ইনস্টিটিউট বিভিন্ন শ্রেণী-পেশার অদক্ষ তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য নানা ধরনের প্রশিক্ষণ প্রদান করবে ইন-শা-আল্লাহ। আলেমদের মাধ্যমে প্রথম উদ্যোগটি শুরু করছি আমরা। ইমাম, মুয়াযযিন ও আলেমদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য এ আয়োজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ