সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রেসক্রিপশন ব্যতিত অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে নানা ব্যবস্থা নিচ্ছে সরকার। বিষয়টি নিয়ে আইন প্রণয়নের প্রক্রিয়াও চলছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া গেলে ওষুধের দোকান বা ফার্মেসির লাইসেন্স বাতিল করা হবে।

রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

আন্তঃমন্ত্রণালয় সভায় বলা হয়, অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহারের কারণে বিশ্বজুড়েই প্রতি বছর ১৫ লাখের বেশি মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশেও জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব বাড়ছে। এ ছাড়াও দেশে মাছ-মাংসে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া গেছে, যা খুবই উদ্বেগের।

সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, অ্যান্টিবায়োটিকের ভুল প্রয়োগের কারণে বাংলাদেশেও মৃত্যুর হার বাড়ছে। দেশের সর্বত্রই নির্বিচারে অ্যান্টিবায়োটিক বিক্রি হচ্ছে। অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহার এখনই বন্ধ করতে হবে। অন্যথায় তা আমাদের জন্য নীরব মহামারি হয়ে দাঁড়াবে।

অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ওপরও জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিশ্বের কোথাও অ্যান্টিবায়োটিক বিক্রি হয় না। দেশেও কোনো ওষুধের দোকান বা কোনো অনিবন্ধিত প্রতিষ্ঠান প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করতে পারবে না। প্রমাণ মিললে ফার্মেসির লাইসেন্স বাতিল করা হবে।

জাহিদ মালেক আরও বলেন, দেশে মেডিসিন অ্যাক্ট-২০২২ প্রণয়নের জন্য কাজ হচ্ছে। আইনটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি দ্বারা অনুমোদিত হয়েছে। সংসদে পাস হলেই আইনটি কার্যকর হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন আইনের অধীনে ওষুধের অবৈধ বিক্রি এবং খাদ্যদ্রব্যে ভেজালে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ