মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

করোনায় ২ মৃত্যু, শনাক্ত ৩৬৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা চার দিন পর চারশর নিচে নামলেও নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ফের ১০ শতাংশের উপরে উঠে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৪০টি নমুনা পরীক্ষা করে ৩৬৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, একই সময়ের মধ্যে মারা গেছেন আরও দুই জন।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে হয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশ। আগের দিন এই হার ৮ দশমিক ৯০ শতাংশ ছিল।

দেড় মাস পর গত সোমবার শনাক্ত রোগীর সংখ্যা আবার চারশ ছাড়ায়; মোট ৪২১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে সেদিন। এরপর মঙ্গলবার ৪৩৫ জন, বুধবার ৪০২ জন এবং ৪৩৮ জন নতুন কোভিড শনাক্তের খবর আসে।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৬ হাজার ৯৪৬ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৬০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬০ হাজার ৭৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় যে ৩৬৩ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তাদের মধ্যে ২৬৮ জন ঢাকা জেলার। দেশের ৩২ জেলায় এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়নি। যে দুজন মারা গেছেন, তারা ছিলেন ঢাকা ও গাজীপুরের বাসিন্দা। একজনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, অন্যজন সত্তরোর্ধ্ব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ