মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

মাদরাসা বন্ধ ও অভিযান: করণীয় নির্ধারণে মুহতামিমদের সঙ্গে জমিয়তে হিন্দের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতে মাদরাসাগুলোতে অভিযান ও বন্ধের নির্দেশনায় করণীয় নির্ধারণে দেশের মুহতামিমদের সঙ্গে জমিয়তে উলামায়ে হিন্দ জরুরি বৈঠক করেছে।

গতকাল মঙ্গলবার জমিয়ত উলোমায়ে হিন্দের নয়াদিল্লির সদর দপ্তরে ‘মাদরাসার নিরাপত্তা’ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম ওয়াকফ দেওবন্দ, নদওয়াতুল উলামা লক্ষ্ণৌ, মাজাহিরুল উলুম সাহারানপুরসহ উত্তর প্রদেশের দুই শতাধিক মাদারসার মুহতামিম ও প্রতিনিধি অংশগ্রহণ করেন এ সভায়। সভায় উত্তর প্রদেশ সরকারের ১২টি প্রশ্নের উপর ভিত্তি করে জরিপ তুলে ধরা হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এর কারণ ও রেফারেন্স বিস্তারিত ব্যাখ্যা করা হয়।

জানা যায়, সম্প্রতি ভারত সরকার মাদরাসাগুলোতে অভিযান ও বন্ধের নির্দেশ প্রদান করায় মাদরাসা রক্ষায় জমিয়ত এ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। মাদারিসে ইসলামিয়ার হিফাজতের জন্য কমিটি গঠন করা হয়।

কমিটিতে রয়েছেন ভারতের শীর্ষ উলামায়ে কেরাম। তারমধ্যে জমিয়তের সভাপতি আমীমিরুল হিন্দ মাওলানা আরশাদ মাদানি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, দারুল উলুম ওক্ফ দেওবন্দের মুহতামিম মুফতি সুফিয়ান কাসেমী, মাদরাসা শাহী মুরাদাবাদের মুহতামিম মাওলানা আসাদ রশিদী, মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী, মাওলানা আজহার মাদানী, মাওলানা হাকিমুদ্দিন কাসেমী,
মাওলানা নিয়াজ আহমদ ফারুকী, মুফতি রাশিদ আজামী, মুফতি কারী আফফান মনসূরপুরী।

বৈঠকে আগামী ২৪ সেপ্টেম্বর দারুল উলুম দেওবন্দে ভারতের সব মাদরাসার জিম্মাদারদের নিয়ে এক বিশেষ মিটিং ডাকা হয়েছে। সেই মিটিং এ সমস্ত ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মুফতি আবুল কাসিম নোমানী। সূত্র: জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল ফেসবুক পেজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ