মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

মাওলানা রফীক আহমদ জমিরাবাদী অসুস্থ, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদরাসা আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস শারেহুল হাদিস, ইফাদাতুল মুসলিম শরহে সহিহ মুসলিম ও ঈযাহুল মিশকাতসহ কয়েকটি হাদিস গ্রন্থের ব্যাখ্যাকার মাওলানা রফীক আহমদ জমিরাবাদী অসুস্থ। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবার।

আজ শনিবার মাওলানা রফীক আহমদ জমিরাবাদীর ছেলে মাওলানা রিজওয়ান রফীক জমীরাবাদী আওয়ার ইসলামকে জানান, তিনবছর আগ থেকেই তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত তিনি। বর্তমানে পটিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালের সিনিয়র ডাক্তার এজিএম আবু সুফিয়ানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই। তিনি তাসনিফাতে অনেক খেদমত করেছেন। আল্লাহ তায়ালা যেনো আব্বাকে সুস্থ করে দেন। আরো অনেক বেশি হাদিসের কাজ করতে পারেন। আব্বার জন্য দোয়া করবেন।

জানা যায়, মাওলানা রফীক আহমদ জমিরাবাদীর ৬ ছেলে ও দুই মেয়ে রয়েছে। ওনার বয়স বর্তমানে ৮৩ বছর। হাদিসের ব্যাখ্যাগ্রন্থ রচানায় বাংলাদেশ এমনকি উপমহাদেশে বিশেষ অবদান রাখছেন তিনি। তাঁর কিতাবাদি উপমহাদেশে এতই জনপ্রিয়তা ও মাকবূলিয়্যাত পেয়েছে, যে কোন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে তার রচিত কিতাবাদি আলেম-ওলামা ও ছাত্রদের কাছে ইলমি সম্বল হিসেবে সংরক্ষণ করতে দেখা যায়।

তার লিখিত কিতাবাদীর মধ্যে অন্যতম ১. ইফাদাতুল মুসলিম শরহে সহীহ মুসলিম ২. ঈযাহুল মিশকাত ৩. আক্বরাবুল ওয়াসায়েল ইলা শরহিশ শামায়েল ৪. কুররাতুল আইনাইন ফী হষয়-ই মুগ্লাকাত-ই মুআত্তাআইন ৫. দরসে হিদায়া ৬. হাদীস পরিচিতিঃ ভারত-বাংলাদেশের প্রাতঃ স্মরণীয় আউলিয়া ও মুহাদ্দিছীন ৭. ইরশাদুত্তালিবীন ফী আহওয়ালিল মুসাল্লিফীন ৮.যাহরুন নূজুম ফী মা’রিফাতিল ফুনূনি ওয়াল উলূম ৯. আল ইন্শাউল জাদীদ মা’আললুগাতি ওয়াল খিতাবাত ১০. হিদায়াতুল মুস্তার শিদীন ইলা হল্লি আভীসাতি কাসাসুন্নাবিয়্যীন। ১১. কাসাসুন্নাবিয়্যীন অনুবাদ ১২. আল কালামূল মু’তাবার ফী তাউযীহি নূরি সায়্যিদিল বাশার ১৩. মহা মানব সা. এর নূর প্রসঙ্গ ১৪. মওদূদী সাহেব কি তাফসীর ওয়া নাযারিয়্যাত পর ইলমি ওয়া তাহক্বীক্বী জায়েযাহ ইত্যাদী আরো প্রায় অর্ধশত গ্রন্থ তিনি রচনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ