মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

বিশ্বব্যাপী খেজুর রপ্তানিতে শীর্ষে সৌদি, রয়েছে ৩শ’রও বেশি জাতের সমাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ২০২১ সালে বিশ্বের সবচেয়ে বেশি টাকার খেজুর রপ্তানী করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এ দেশটি বর্তমানে ৩শ’রও বেশি জাতের খেজুর উৎপাদন করছে; যার পরিমাণ দেড় মিলিয়ন টনেরও বেশি। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য প্রকাশ করেছে আল আরাবিয়া।

এদিকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ওয়েবসাইট (ট্রেডম্যাব) ঘোষণা করেছে, বিশ্বের ১১৩টি দেশের মধ্যে সবচে’ বেশি খেজুর উৎপাদন করে সৌদি আরব।

সৌদি আরব বিশ্বব্যাপী ১.২১৫ বিলিয়ন রিয়াল মূল্যের খেজুর রপ্তানি করেছে। যা খেজুরকে গুরুত্বপূর্ণ খাতে পরিনত করতে মূখ্য ভূমিকা পালন করছে। এটি দেশটির ‘ভিশন-২০৩০’-এর লক্ষ্য অর্জনের জন্য জাতীয় বিনিয়োগ এবং বিশ্বে রপ্তানি বাড়াতে সহায়তা করছে।

জানা যায়, ‘সময় এসে গেছে’ প্রতিপাদ্যে প্রচারণা শুরু করে পরিবেশ মন্ত্রনালয়। তখন মন্ত্রনালয়টির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রচারণার লক্ষ্য— কৃষি পণ্য সম্পর্কিত তথ্য প্রচার, মৌসুমী ফলের বিভিন্ন জাত সম্পর্কে সচেতনতা তৈরি, স্থানীয় কৃষকদের সাহায্যের জন্য স্থানীয় ফলের মার্কেট ব্যবস্থায় দক্ষ করা, তাদের আর্থিক লাভের শতাংশ বৃদ্ধি করা।

উল্লেখ্য, সৌদি আরবে খেজুর উৎপাদনের মৌসুম জুন থেকে নভেম্বর মাস।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ