ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি
চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরিচালক ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ইত্তেহাদের সাধারণ সম্পাদক হাকিমুল ইসলাম আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামেয়া আরাবিয়া ইসলামিয়া জিরির মুহাদ্দিস, লেখক ও গবেষক আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন।
শোকবার্তায় ড. আ ফ ম খালিদ বলেন, বোখারী সাহেব আমার শিক্ষক। হযরতের ইন্তেকালে আমি শোকাভিভূত। জীবনের ৫০ বছর তিনি হাদীসের খিদমত করেন। তিনি তাহাভি, তিরমিজি ও বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন।
এছাড়া তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, জাতি একজন মুরব্বি, হাদীস বিশেষজ্ঞ হারালো। আমি তার রূহের মাগফিরাত কামনা করি এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
এর আগে রোববার বাদ মাগরিব হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন মুফতি আব্দুল হালীম বোখারী। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে আইসিইউতে স্থানান্তর করেন।
-কেএল