আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন দেশের তিনটি সেতুর টোল মওকুফ করেছে সরকার। সেতু তিনটি হলো- বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ।
সোমবার (২০ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, পদ্মা সেতু উদ্বোধনের দিন (কেবল ২৫ জুন) অভ্যাগত অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের যানজট-বিহীন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের একই করিডোরে অবস্থিত বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হলো।
দেশের সবচেয়ে বড় সেতুটি উদ্বোধনের দিন ৬৪ জেলায় উৎসবের জন্য সরকারের নির্দেশনা রয়েছে। ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন।
এনটি