আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে যে অপ্রত্যাশিত বন্যা হয়েছে তাতে সহমর্মিতা জানিয়েছে ভারত। একই সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলা ও উত্তরণে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে দেশটি।
রোববার (১৯ জুন) সপ্তম যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠকে এই প্রস্তাব দেয় ভারত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে আলোচনা হওয়া জেসিসি বৈঠকে ঢাকার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও নয়াদিল্লির পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেতৃত্ব দেন। খবর ট্রিবিউন ইন্ডিয়ার।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, 'আমাদের উত্তর-পূর্বাঞ্চলেও বন্যা হচ্ছে। বর্তমানে আমরা বন্যা ব্যবস্থাপনার তথ্য-উপাত্ত বিস্তৃত পরিসরে আদান-প্রদান করছি। আমি এই সুযোগে বলতে চাই, বাস্তবিক অর্থে যদি বন্যা ও ত্রাণ ব্যবস্থাপনায় আপনাদেরকে যদি আমাদের কোনো সহযোগিতা দেওয়ার সুযোগ থাকে, তাহলে আমরা তা দিতে পারলে খুশি হব।'
মোমেন-জয়শঙ্কর অভিন্ন নদী ও পানি ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা, টেকসই বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর ও জোরদার করার পাশাপাশি একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হন।
গত মাসের শেষে আসামের গুয়াহাটিতে নদী সম্মেলনের ফাঁকে আলোচনা হয়েছিল মোমেন-জয়শঙ্করের। তার কিছুদিন আগে বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অল্প সময়ের মধ্যে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমাদের নিয়মিত সাক্ষাৎ আমাদের অনন্য বন্ধুত্বের প্রতিফলন।'
সপ্তম ভারত-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনে যোগ দিতে শনিবার দিল্লিতে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। রোববার বিকালে কমিশনের বৈঠক শুরুর আগে একান্ত বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
এনটি