সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজশিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার শেরপুরে আম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদুল আহম্মেদ (৪৮) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে।

শুত্রুবার দুপুর ২টায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নে কালসিমাটি গ্রামে ঘটনা‌টি ঘটেছে।

নিহত কলেজশিক্ষক মো. জাহিদুল আহম্মেদ কালসিমাটি গ্রামের মো. আব্দুল জব্বার মাস্টারের ছেলে। তিনি কাজীপুর উপজেলার আমিনা মুনসর ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

নিহতের চাচাতো ভাই ফারুক আহমেদ জানান, দুপুরে আমগাছে বাঁশের লাঠি দিয়ে তিনি আম পারছিলেন। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, এ ধরনের মৃত্যুর কোনো খবর পাইনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ