সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

নবীজী (সা.)’র বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি নেত্রীর বিরুদ্ধে এফআইআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নবীজী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন নুপুর শার্মা নামে এক দিল্লির বিজেপি নেত্রী । তার ওই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছিল সম্প্রতি। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ।

গতকাল বিজেপি নেত্রী দাবি করেন, ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের ‘এডিট’ করা একটি ভিডিও টুইট করেছিলেন। তার ফলেই বিতর্ক তৈরি হয়েছে।

জানা গিয়েছে, জুবায়ের জ্ঞানবাপী মসজিদের মামলার ওপর একটি টিভি বিতর্ক শো থেকে ৮৬ সেকেন্ডের একটি ক্লিপ টুইট করেন। সেখানেই নবীজী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় নুপুরকে।

শনিবার রাত সাড়ে আটটা নাগাদ মুম্বাই পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ধর্মীয় সম্প্রীতি ভঙ্গ, ধর্মীয় ভাবাবেগে আঘাত-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নবীজী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নুপুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ইরফান শেখ নামের এক ব্যক্তি।

এদিকে বিজেপি নেত্রী আগেই দিল্লি পুলিশকে ট্যাগ করে একটি টুইট করেছেন। সেখানে তিনি জানান, যাবতীয় সমস্যার জন্য দোষী মোহাম্মদ জুবায়ের। তিনিই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছেন। নেত্রী বা তার পরিবারের কিছু হলে জুবায়েরই দায়ী থাকবেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বেনারসের জ্ঞানবাপী মসজিদের ওজুখানায় ‘শিবলিঙ্গ’ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গ্রেপ্তার হয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের সহকারী অধ্যাপক রতন লাল।

গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। এরপর ৫০ বছর বয়সী ওই অধ্যাপককে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। অবশেষে গ্রেপ্তার করা হয় তাকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ