রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


গণ কমিশন গণ দুশমন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণ কমিশন গণ দুশমন। তারা এদেশের ইসলামপ্রিয়, দেশপ্রেমিক ও শান্তিপ্রিয় উলামায়ে কেরামের বিরুদ্ধে দুদকে শ্বেতপত্র জমা দিয়ে এদেশের সকল শান্তিকামী মানুষের বিরুদ্ধে দুশমনি ঘোষণা করেছে।

এই তথাকথিত গণ কমিশন ইসলাম বিদ্বেষী। যারা ইসলাম চর্চা করে ও প্রচার-প্রসার করে তাদেরকে সহ্য করতে পারে না এই ইসলাম বিদ্বেষী গোষ্ঠী এর‌ই বহিরপ্রকাশ এই শ্বেতপত্র। আলেম ও উলামাদের বিরুদ্ধে তাদের এই গর্বিত কাজ ও কর্মকান্ডকে চরমভাবে ঘৃণা ও প্রত্যাখ্যান করেছেন এদেশের শান্তিপ্রিয় জনগণ।

আজ শুক্রবার (১৩ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আবদুর রহিম ইসলামাবাদী ও মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এই সব কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, দেশের পরিবেশকে বিনষ্ট করার জন্যই তারা এই শ্বেতপত্র প্রকাশ করেছে। তারা রাষ্ট্র ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর চক্রান্ত করছে। তাদের এই চক্রান্ত মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, ইসলামের সঠিক ব্যাখ্যা হক্কানি আলেম-উলামা ও পীর-মাশায়েখগণ প্রদান করার অধিকার রাখে। তাদের ইসলামিক শিক্ষা নিয়ে এবং ইসলামবিদ্বেষী মূলক কর্মকান্ডে লিপ্ত তারা ধর্মব্যবসায়ী কে বা কারা এই অপব্যাখ্যা করার কোন অধিকার নেই। মূলত তারাই ইসলামের অপব্যাখ্যাকারী ও ইসলাম অবমাননাকারী।

নেতৃবৃন্দ ইসলামের অপব্যাখ্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ