রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


পাম তেলের দাম কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোজ্য তেলের বাজারে স্বস্তির খবর দিচ্ছে পাম অয়েল। দেশে ভোগ্য পণ্যের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে এই তেল।

অন্তত চার দিন ধরেই সরকারি দামের চেয়ে মণপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা কমে এই তেল বিক্রি হচ্ছে।

জানা গেছে, তিন কারণে খোলা পাম তেলের দাম কমেছে। এক. সরকার ভোজ্য তেলের বাড়তি দাম নির্ধারণের পর থেকে পাইকারি বাজারে ক্রেতার দেখা মিলছে না। দুই. আন্তর্জাতিক বাজারে পাম তেলের বুকিং দর কমে যাওয়ায় বেশি দামে তেল কিনে মজুদে ব্যবসায়ীদের আগ্রহ কমেছে। তিন. রপ্তানির বাজার দখল করতে মালয়েশিয়ার রপ্তানি শুল্কহার কমানোর খবর।

এ বিষয়টি নিশ্চিত করে আরএম এন্টারপ্রাইজের পরিচালক সাহেদ উল আলম বলেছেন, ‘পাম তেলের সরকার নির্ধারিত দর হচ্ছে মণপ্রতি ছয় হাজার ৯৫০ টাকা। কিন্তু অন্তত চার দিন ধরেই আমরা বিক্রি করছি ছয় হাজার ২০০ থেকে ছয় হাজার ৪০০ টাকায়। ’ তিনি বলেন, কম দামে বিক্রির কারণ বাজারে যে পরিমাণ তেল আছে, সে অনুযায়ী চাহিদা কম বা বিক্রি কম। আর আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব তো আছেই।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্বে পাম তেলের বড় রপ্তানিকারক ইন্দোনেশিয়া গত ২৮ এপ্রিল থেকে রপ্তানি বন্ধ করার পর এই তেলের মূল্যবৃদ্ধির রেকর্ড হয়। এই পরিস্থিতিতে বিশ্বের আমদানিকারকরা ইন্দোনেশিয়ার বদলে মালয়েশিয়ার দিকে ঝুঁকে পড়ে। তখন মালয়েশিয়ায়ও এই তেলের দাম বেড়ে যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মালয়েশিয়া এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্ববাজারে নিজের অবস্থান সংহত করতে পাম তেল রপ্তানিতে শুল্কহার ৮ শতাংশ থেকে কমিয়ে ৪ থেকে ৬ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে। জুন নাগাদ সেই সিদ্ধান্ত কার্যকর হবে। শুধু তাই নয়, আগের চেয়ে বেশি পাম তেল রপ্তানির জন্য আইন সংশোধনও করছে মালয়েশিয়া সরকার।

এদিকে ইন্দোনেশিয়ায়ও পাম তেল রপ্তানির জন্য বিশ্বের চাপ বাড়ছে। রপ্তানি খুলে দেওয়ার জন্য তাদের অভ্যন্তরীণ চাপ দিন দিন জোরদার হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ