সোমবার, ১২ মে ২০২৫ ।। ২৯ বৈশাখ ১৪৩২ ।। ১৪ জিলকদ ১৪৪৬


দুবাই বিশ্ব কুরআন প্রতিযোগিতা শেষে দেশে ফিরলেন হাফেজ তাওহিদুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০ টি দেশের মধ্যে দশম স্থান অধিকারি হাফেজ তাওহিদুল ইসলাম দেশে এসে পৌঁছেছেন।

দুবাই বিশ্ব কুরআন প্রতিযোগিতা শেষে আজ ( ১৬ এপ্রিল) শনিবার রাতে  বাংলাদেশ শাহজালাল বিমান বন্দরে নেমেছেন তিনি ও তার শিক্ষক মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের শিক্ষক  শায়খ হাফেজ কারী নেছার আহমদ আন-নাছিরী।

নেছার আহমদ আন-নাছিরী জানিয়েছেন,  আলহামদুলিল্লাহ বাংলাদেশ শাহজালাল বিমান বন্দর এসে পৌঁছলাম রাত ১০ টা ১৫ মিনিটে যাত্রাবাড়ীর উদ্দেশ্যে বের হবো ইনশাআল্লাহ আশ পাশের মুহিব্বিনগণ সময় থাকলে আসতে পারেন বিমান বন্দরে, দেখা হবে।

দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৮ লক্ষ টাকা পুরুষ্কার ও আন্তর্জাতিক সনদ পেয়েছেন শায়েখ নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত যাত্রাবাড়ীর একাধিকবার আন্তর্জাতিক পুরুস্কারপ্রাপ্ত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ তাওহিদুল ইসলাম।

দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগিতায় ৭০ টি দেশের মধ্যে ১০ম স্থান অধিকার করেছেন আমার প্রতিষ্ঠিত যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ তাওহিদুল ইসলাম।

উল্লেখ্য দুবাই সরকার এই প্রতিযোগিতায় মোট ১০ টি দেশকে পুরুষ্কার এং আন্তর্জাতিক সনদ প্রদান করে থাকে।

এর আগে ২০১৭ সালে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের শিক্ষার্থী হাফেজ তরিকুল ইসলাম দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১০৩ টি দেশকে হারিয়ে প্রথম স্থা অধিকার করেছিলো। যা এখনও পর্যন্ত বিশ্বের ইতিহাসে সব চেয়ে বেশী দেশকে নিয়ে কুরআন প্রতিযোগিতা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ