বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
পাকিস্তানের ‘ভূপাতিত করা’ ৫ ভারতীয় যুদ্ধবিমানের দাম কত? প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

ছাত্রীকে ‘কুপ্রস্তাব’, মমেকে বিভাগীয় প্রধানের অপসারণ দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজে এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় মমেকের একটি বিভাগের বিভাগীয় প্রধানের অপসারণ ও বিচার দাবি করেন শিক্ষার্থীরা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটের এর সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা আরো বলেন, শুধু এখন নয় অভিযুক্ত শিক্ষক বারবার ছাত্রীদের ‘কুপ্রস্তাব’ দেন। বর্তমানে ওই ছাত্রী ভয়ে কলেজ থেকে চলে গেছেন। তিনি আতঙ্কে আছেন। শিক্ষকরা আমাদের বাবার মতো। তারা যদি আমাদের সঙ্গে এমন আচরণ করেন, তাহলে আমরা কোথায় যাব এবং কার কাছ থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করব। এ রকম শিক্ষক আমরা চাই না। আমরা এর বিচার চাই। আর কেউ যেন শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ না করে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক বলেন, অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। কিছু শিক্ষার্থীকে নাম্বার কম দেওয়ার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানববন্ধন করেছে।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ বলেন, এ বিষয়ে আজকেই প্রথম শুনলাম। এ বিষয়ে কোনো লিখি অভিযোগও পাইনি। আমি জরুরী কাজে বাইরে আছি। সেখান থেকে শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ