সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতারের পর এসআই কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারে ইয়াবাসহ পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তার সঙ্গে থাকা এক সহযোগীকে গ্রেফতারে পর কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত দুজনই বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, এসআই মো. কামরুজ্জামান ও তার সহযোগী সাইফুল ইসলাম। কামরুজ্জামান চট্টগ্রাম আদালতে জেলার চন্দনাইশ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত থাকার আগে তিনি কক্সবাজারের টেকনাফ থানায় ছিলেন।

জানা গেছে, গত শুক্রবার বিকেলে কক্সবাজারের রামুর মরিচা তল্লাশিচৌকি থেকে কামরুজ্জামান ও সাইফুলকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে যাওয়ার সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

এদিকে এ ঘটনায় গত শুক্রবার রাতে রামু থানায় মামলা হয়। এই মামলায় কামরুজ্জামান ও সাইফুলকে গ্রেফতার দেখানো হয়। পরদিন গত শনিবার তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়। তবে ঘটনা মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জানাজানি হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, এসআই কামরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ