বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

ভারতে পালাতে চেয়েছিলেন ধর্ষণ মামলার আসামি যুবলীগ নেতা: পিবিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর চাটখিল উপজেলায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা ফুয়াদ আল মতিন (৩৮) ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার দুপুরে পিবিআইয়ের নোয়াখালী কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এসময় পিবিআই নোয়াখালী কার্যালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত যুবলীগ নেতার ফুয়াদ আল মতিন চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। গত রবিবার সকালে ওই তরুণীকে (২৩) চাকরি দেওয়ার কথা বলে উপজেলার পাল্লা বাজারের একটি বিমা কোম্পানির কার্যালয়ে ডেকে এনে ধর্ষণের ঘটনা ঘটে। সোমবার কুমিল্লার কান্দিরপাড় এলাকা থেকে ফুয়াদকে গ্রেপ্তার করে পিবিআই।

পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঘটনাটি গণমাধ্যমে প্রচার হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পিবিআই কুমিল্লা ও এর আশপাশের ইউনিটগুলো তৎপর হয়। প্রযুক্তির ব্যবহার করে এবং গোপন সংবাদে তারা জানতে পারেন অভিযুক্ত ফুয়াদ কুমিল্লা হয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এরপর তারা কুমিল্লায় বিভিন্ন আবাসিক হোটেলে খোঁজ নেওয়া শুরু করেন। একপর্যায়ে জানতে পারেন কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকার একটি আবাসিক হোটেলে ফুয়াদ তার নাম পাল্টে রবিবার সন্ধ্যায় একটি রুম ভাড়া নিয়েছেন। এরপর পিবিআই কুমিল্লার একটি দল ওই হোটেলের পাশ থেকে সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করে।

ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তার ফুয়াদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণের কথা স্বীকার করেছেন। তাকে আজ মঙ্গলবার আদালতে হাজির করার কথা। পিবিআইয়ের পরিদর্শক সিরাজুল মোস্তফা মামলাটি তদন্ত করবেন।

ঘটনার পর ওই তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে ফুয়াদ আল মতিনের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি অভিযোগ করেন, গত রবিবার সকালে তাকে চাকরি দেওয়ার কথা বলে পাল্লা বাজারের ওই বিমা কোম্পানির কার্যালয়ে ডেকে নেন ফুয়াদ আল মতিন। এরপর তাকে নাশতা ও কোমল পানীয় খেতে দেন। এতে তার শরীর ঝিমঝিম করতে থাকে। একপর্যায়ে ফুয়াদ তাকে ধর্ষণ করেন। এ সময় তার অপর এক সহযোগী ধর্ষণের ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ