বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ আব্দুল্লাহ উসামা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত বাংলাদেশের কাউন্সিল অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সংগঠনের কার্যালয়ে উক্ত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে আবুল কাসিমকে সভাপতি, নাঈম আহমদকে সাধারণ সম্পাদক ও মুআয়িজ তালহাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা শাখার আহবায়ক আবুল কাসিমের সভাপতিত্বে ও সদস্য সচিব নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠানেরশুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ নাছিম আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য মাহফুজ হুসাইন।

উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়ত সভাপতি শায়েখ আব্দুল মতিন সাহেব, প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী সাবেক সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তেরর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আলী আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাও.ফরিদ আহমদ, প্রচার সম্পাদক হা.মাও. রশিদ আহমদ, সিলেট জেলা যুব জমিয়ত সহ-সভাপতি মাওলানা ফয়সল আহমদ।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা আব্দুল হামিদ খান, সহ সভাপতি ছাত্রনেতা ইয়াহইয়া হামিদী। অতিথিদের আরো উপস্থিত ছিলেন ডেনমার্ক প্রবাসী ও সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক প্রচার সম্পাদক হা. আব্দুল কাইয়ূম, সাবেক ছাত্রনেতা মাও.আব্দুর রব, ছাত্রনেতা শেখ আফজল হুসাইন, ছাত্রনেতা জাবেদুর রহমান ফারহান সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সাবেক সিলেট জেলা জমিয়ত নেতা মাও. আজিজুর রহমান ও সাবেক জেলা ছাত্র জমিয়ত নেতা হা.আব্দুল কাইয়ূম এর স্বদেশ আগমন উপলক্ষে এবং সাংগঠনিক কার্যক্রমে অনন্য অবদান রাখায় উপজেলার আওতাধীণ ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখা ছাত্র জমিয়ত কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ