সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

প্রতিবন্ধী ইয়াছিনের ২ মেয়ের পড়ালেখার দায়িত্ব নিল পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার প্রতিবন্ধী ইয়াছিন মিয়ার অর্থাভাবে পড়ালেখা বন্ধ হওয়া দুই মেয়ে ইয়াছমিন আক্তার ও ফারজানা আক্তারের পড়ালেখার সমস্ত দায়িত্ব ভার নিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা পানছড়ির মোহাম্মদপুর এলাকায় এসে খোঁজ খবর নেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাদের পড়ালেখার সকল দায়িত্বভার গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক সুমন আহমেদ, যুগ্ন আহ্বায়ক মুহা. ইব্রাহীম খলিল, সদস্য সচিব মেহেদী হাসান, সাধারণ সদস্য মুজাহিদুল ইসলাম, দৈনিক আজকের জনবাণী পত্রিকার পানছড়ি উপজেলা প্রতিনিধি মিঠুন সাহা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মুহা. শাহাদাৎ হোসেন কায়েস, সদস্য মুহা. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা কমিটির আহবায়ক সুমন আহমেদ জানান, দুইবোনের ভর্তি প্রক্রিয়া সহ যাবতীয় সবকিছু দ্রুত তম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাদের আশ্বাস প্রদান করেন। ভবিষ্যতে তাদের পড়াশুনাকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ