সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কুড়িগ্রামের যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রাম জেলা শহরসহ সাত উপজেলায় আজ শুক্রবার ও আগামীকাল শনিবার এই দুদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গত ১০ জানুয়ারি রংপুর পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড পরিচালিত গ্রিড সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাজাহান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, কুড়িগ্রাম-রংপুর ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে জরুরি ও বার্ষিক সংরক্ষণ কাজ করা হবে বিধায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর ফলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) এবং কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সেচযন্ত্র ও কলকারখানাসহ আবাসিক ও বাণিজ্যিক ৪ লাখ ৩০ হাজারের মতো গ্রাহক বিদ্যুৎ পাওয়া থেকে বঞ্চিত হবেন।

নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম জানান, জেলা শহরসহ আশেপাশের এলাকায় সেচযন্ত্র, ছোট বড় কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠাসহ বাণিজ্যিক ও আবাসিক ৩০ হাজারের মতো গ্রাহক বিদ্যুৎ সরবরাহ পাবেন না।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম জানান, তাদের আওতাধীন জেলার ব্রহ্মপুত্র নদের উত্তরপাড়ের সাত উপজেলার সেচযন্ত্র, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানসহ বাণিজ্যিক ও আবাসিক চার লাখের মতো গ্রাহক বিদ্যুৎ সরবরাহ পাবেন না। ফলে নানা ধরণের ভোগান্তি পোহাতে হবে এই বিপুল সংখ্যক গ্রাহককে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ