সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শনাক্তের হার দুই শতাংশ থেকে ছয় শতাংশে ছাড়িয়েছে। সংক্রমণের হার বেশি হওয়ায় ওমিক্রন ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বলে ধারণা বিশেষজ্ঞ চিকিৎসকদের।

মাক্স পরা বাধ্যতামূলক ও জনসমাগম সীমিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে ধারণা করছেন স্বাচিপ নেতার।

গত আড়াই মাসে সংক্রমণের মাত্রা ছিল দুই শতাংশের নিচে। নতুন বছরের প্রথম দিন শুধু নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে ১০০ জনেরও বেশি রোগী প্রতিদিনই নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। শনাক্তের হার দুই শতাংশ থেকে ছয় শতাংশ ছাড়িয়েছে।

চলতি বছরের জানুয়ারির ১ তারিখে করোনা আক্রান্ত হন ৯ জন, ২ জানুয়ারি ১৬ জন, ৩ জানুয়ারি ২৩ জন, ৪ জানুয়ারি ৩৫ জন, ৫ জানুয়ারি ৫৩, ৬ জানুয়ারি ৫৩ জন, ৭ জানুয়ারি ৮২ জন, ৮ জানুয়ারি ৭৬ জন, ৯ জানুয়ারি ১০৪ জন এবং ১০ জানুয়ারি ১১৯ জন।

সংক্রমণ হার যেহেতু বেশি, ওমিক্রন ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বলে ধারণা চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আবদুর রবের।

নভেম্বর-ডিসেম্বর মাসে সামাজিক অনুষ্ঠান ও মেলা নগরীতে বেশি হওয়ার কারণে করোনা সংক্রমণ বেড়েছে বলে মনে করেন স্বাচিপের করোনা বিষয়ক সেলের সমন্বয়ক আ ম ম মিনহাজুর রহমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ