সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

বালাগঞ্জে সড়ক নির্মাণে নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাসেম ওফিক।।

বালাগঞ্জ সিলেট প্রতিনিধি>

সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর-মনোহরপুর সড়কে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ঠিকাদার নির্মাণ কাজে সাববেইচ, মেকাডম (ডাব্লিউ বিএম) দিয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগ সূত্রে প্রতিবেদক সরেজমিনে গিয়ে এর সত্যতা পান।

স্থানীয়রা জানান, এ কাজে যে ইট ব্যবহার করা হয়েছে এর চেয়ে এঁটেল মাটি ভালো। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট-০৩ আসনের সাংসদের IRIDP-3 প্রকল্পের আওতায় এরাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তাটি টেন্ডারের মাধ্যমে সড়ক নির্মাণ প্রকল্পের কাজ পায় ‘পাপিয়া এন্ডার প্রাইজ, সিলেট’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অর্ধ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তায় ৩৫ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করে এসড়কটি নির্মাণ করছে।

নিন্মমানের নির্মাণ সামগ্রীর সত্যতা স্বীকার করে পাপিয়া এন্ডার প্রাইজ স্বত্বাধিকারী পাপিয়া বেগম জানান, তিন কার্যদিবসের মধ্যেই মালামাল অপসারণ করবেন।

এব্যাপারে বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী মোস্তাকীম শরীফ সাঈদ (অঃদাঃ) জানান, সরেজমিন সত্যতা পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে মালামাল অপসারণের জন্য বলা হয়েছে। অন্যথায় চুক্তি বাতিলের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।

এ বিষয়ে সিলেট জেলা নির্বাহী প্রকৌশলী মো. ইনামুল কবির জানান, নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বিষয়টি অবগত রয়েছেন। ঠিকাদারি প্রতিষ্টান অপসারণ না করলে চুক্তি বাতিল করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ