রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের

আরবি ক্যালিগ্রাফিতে চমক দেখিয়ে যাচ্ছেন উমামা সালসাবিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী ।।

হাটহাজারী প্রতিনিধি>

বাংলাদেশে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠছে ক্যালিগ্রাফি। সাধারণ মানুষের চাহিদা বেড়েই চলেছে ক্যালিগ্রাফির প্রতি। আরবী ও বাংলা ক্যালিগ্রাফি ব্যাপকভাবে মুসলিম তরুণ- তরুণীদের শিল্পচর্চা হয়ে ওঠছে।

ইতিহাসবিদদের তথ্য মতে জানা যায়, ইসলাম আগমনের আগে থেকেই আরবে ক্যালিওগ্রাফির চর্চা ছিল প্রচুর। মক্কা নগরীতে আরবি লিপির প্রথম প্রচলন করেন বিশর ইবনে আবদুল মালিক আল কিন্দি। শুরুর দিকে কুরআনের লিপি আজকের দিনের মত এত সুন্দর ও পরিপাটি ছিল না। ক্যালিগ্রাফি যেমন প্রতিনিয়ত তার অতীত সৌন্দর্যকে ছাড়িয়ে যায় ঠিক তেমনি নতুনত্ব খোঁজে পায় নতুন শিল্পের ছোঁয়ায়।

চট্টগ্রাম শহরের আগ্রাবাদেরে ক্যালিগ্রাফার তরুণী উমামা সালসাবিল রিনাম।। পরিবারের বড় মেয়ে। বর্তমান সে  আইআইইউসির ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থী। তার সাথে কথা বলে জানতে পারি, তিনি ছোট থেকে রঙের তুলি দিয়ে ক্যানভাসে, পেপারে বা দেয়ালে, যখন যা হাতে পেতো আঁকাআঁকি করতেন।

No description available.

তার ক্যালিগ্রাফি জগতে আসার বর্ণনা দিতে গিয়ে বলেন, একসময় ছবি আঁকতাম। যখন জানতে পারলাম ছবি আঁকা হারাম, তখন এ কাজ ছেড়ে দিই।

একদিন ফেসবুকের টাইমলাইনে আমার চোখে পড়ে আরবী ক্যালিগ্রাফির ছবি। এতে অন্য রকম এক ভালোলাগা কাজ করে।  এরপর থেকে আমি ঝুঁকে পড়ি আরবীর প্রতি। শেখার চেষ্টা করি। এবং চেষ্টা অব্যাহত রাখি।

তিনি বলেন, পড়া-লেখার পাশাপাশি অবসর সময়ে রঙের কাজ কিংবা ক্যালিগ্রাফি করতে সাচ্ছান্দ্যবোধ করি। রঙের তুলির আঁচড়ে সাত রঙের খেলায় মেতে থাকি অবসর সময়গুলোতে, বাকি সময়টা পড়া-লেখা নিয়ে কাটাই।

উমামা সালসাবিল রিনাম আন্তর্জাতিক থেকে নিয়ে ছোটখাটো অনেক কম্পিটিশনের অংশগ্রহণ করেন। সাফল্য নিয়ে আসেন একের পর এক। তার থেকে আরো জানতে চাইলে বলেন, সবচে' আনন্দ হয় যখন নতুন কিছু শিখতে পারি। নতুন কিছু  দেখলে তা শেখার চেষ্টা করি। আর শেখার শেষ নেই।

যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই শিখছি। শেখাটা আমার জীবনে আরো নতুনত্ব যোগ করে আরো নতুন কিছু দিয়ে। আমি ক্যালিগ্রাফি জগতে পা দিতে গিয়ে পরিচিত হয়েছি অনেক গুরু ও খ্যাতনামা শিল্পীদের সঙ্গে। যাদের সংস্পর্শে পেয়েছি অনেককিছু। তাদের অন্যতম বাংলাদেশের খ্যাতনামা শিল্পী মাহবুব মুর্শিদ স্যার ও জনাব সেকান্দর মেহেদি এবং বাংলাদেশের তরুণ ক্যালিগ্রাফার জনাব মোল্লা হানিফ।

আমি এখনো বাংলা ক্যালিগ্রাফি শিখছি, তবে বাংলার চেয়ে আরবী ক্যালিগ্রাফির প্রতি বেশি টান অনুভব করি। কোরআনের প্রতিটি অক্ষর শিল্পের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করে যাচ্ছি।  এভাবে যেন কাজ করে যেতে পারি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ