রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের

কলরবের ‘ইশকে নাবি জিন্দাবাদ’ সাড়া ফেলছে নেটদুনিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হালে প্রকাশিত কলরবের নবি প্রেমের সংগীত ‘ইশকে নাবী জিন্দাবাদ’ নেটদুনিয়ায় সাড়া জাগিয়েছে। গত ৩ ডিসেম্বর ইসলামি সংগীত প্রকাশের ইউটিউব চ্যানেল হলিটিউনে সংগীতটি প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরই শ্রোতারা দারুণভাবে গ্রহণ করে সংগীতটিকে। শুধুমাত্র ইউটিউবে একদিনে দেখেছেন ৫ লাখের বেশি দর্শক।

নবি সা. এর ইশকে গাওয়া সংগীতটিতে কণ্ঠ দিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সর্বসিনিয়র শিল্পী সাঈদ আহমাদ, মুহাম্মদ বদরুজ্জামান ও আহমদ আবদুল্লাহ। সংগীতটি লিখেছেন ইসলামি সংগীতের জনপ্রিয় গীতিকার লেখক সাইফ সিরাজ। সুর করেছেন নান্দনিক গীতিকার ও সুরকার আহমদ আবদুল্লাহ। ভিডিও মেকিং করেছেন এইচ আল হাদী। সংগীতটির সাউন্ড ডিজাইন করেছেন তানজিম রেজা।

সংগীতটি প্রকাশের পরপরই দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে আলোচিত সংগীতটি। ইতিমধ্যে কেবল ইউটিউবে হলি টিউন চ্যানেলে প্রায় ৮ হাজার শ্রোতা তাদের মতামত প্রকাশ করেছেন। যাদের প্রায় সবাই-ই জানিয়েছেন ‘ইশকে নাবী জিন্দাবাদ’ সংগীত তাদের কাছে অনেক ভালো লেগেছে। ধারনা করা হচ্ছে খুব শিগগিরই সংগীতটি নতুন মাইলফলক স্পর্শ করবে।

ইশকে নাবী জিন্দাবাদ সংগীতটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কলরবের পরিচালক রশিদ আহমাদ ফেরদৌস বলেন- হলিটিউনের ব্যানারে কলরব সব সময়ই ব্যতিক্রমী এবং উন্নতমানের সংগীত প্রকাশ করে থাকে। নবি প্রেমের নিদর্শন স্বরুপ এই সংগীতটির ভিন্নতা রয়েছে অনেকভাবেই। বিশেষ করে এর সুর ও গায়কী যে কারো হৃদয়ে আগ্রহ তৈরি করবে এবং নবীপ্রেমে উজ্জীবিত হতে প্রেরণা যোগাবে। আগামীতে কলরব আরও ভালো ভালো কাজ উপহার দিবে বলেও তিনি জানান।

সংগীতের গায়কদের মধ্যে সাঈদ আহমাদ বলেন- আমরা এই সংগীতটি প্রিয় নবী হযরত মুহাম্মাদ স. এর ভালোবাসা নিয়েই গেয়েছি। আমাদের উদ্দেশ্য হলো এর মাধ্যমে শ্রোতাদের মধ্যে সংগীতের ধারায় নবিপ্রেম তৈরি করা।

সংগীত সম্পর্কে হলি টিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামান বলেন- প্রতি বছর কলরব শিল্পীদের নিয়ে হলিটিউনে বেশ কয়েকটি বড় প্রজেক্টের সংগীত প্রকাশিত হয়ে থাকে।

এ বছরে ইশকে নাবি জিন্দাবাদ সেই প্রজেক্টের অংশ ছিলো। সংগীতটি কক্সবাজারসহ দেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে এবং আশা করছি ইশকে নাবি জিন্দাবাদ দর্শকদের কাছে সর্বপছন্দের একটি সংগীত হিসেবে মূল্যায়িত হবে। সাথে সাথে তিনি এই সংগীতের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ