মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


উত্তরবঙ্গের প্রবীণ আলেম হাফেজ জালালুদ্দিনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান: সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন রাজাপুর ইউনিয়নের শাহপুরে অবস্থিত শাহপুর মাদরাসার মোহতামিম হাফেজ জালালুদ্দিন ইন্তেকাল করেছেন। তিনি উত্তরবঙ্গের প্রবীণ আলেম ছিলেন।

আজ বুধবার সকাল ১০টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মরহুমের স্নেহধন্য ব্যক্তি, জামিআ উসমানিয়া দারুল উলুম সাতাইশ, টঙ্গী গাজীপুরের মুহাদ্দিস আবু বকর সিরাজী।

তিনি জানান, দেড় বছর আগে হুজুরের হার্নিয়া অপারেশন হয়েছিল। এর পর থেকেই হুজুর তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হোন। শেষ কয়েকদিন হুজুর কথা বলতে পারত না। ৮০ উর্ধ্ব তার বয়স হয়েছিল।

মরহুমের বড় ছেলে হাফেজ মাওলানা মুহাম্মাদ আলী (মাদরাসার বর্তমান মোহতামিম), আহমাদ আলী, ছোট ছেলে মাওলানা আব্দুল্লাহ। বড় মেয়ের জামাই হলেন শায়খুল হাদিস ও তামাই মাদরাসার মোহতামিম মাওলানা জহুরুল ইসলাম। ছোটো মেয়ের জামাই হলেন বিশিষ্ট শিল্পপতি নাজিমুদ্দিন।

বুধবার বাদ এশা রাত ৮ টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ