সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

‘পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়েখ আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন।।

জগৎ বাসী দুই ভাগে বিভক্ত। এক ভাগের মেহনত চলে ব্রেইনের উপর এবং আরেক ভাগের মেহনত চলে ক্বলব এর উপর। ব্রেইনের উপর যারা মেহনত করে এদেরকে বলা হয় বিজ্ঞানী, এদেরকে বলা হয় বুদ্ধিজীবি।

আর ক্বলবের উপর যারা মেহনত করে এরা হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, তাদের ওয়ারিশ এবং উত্তরসূরী হিসেবে আলেম সমাজ।

ব্রেনের মেহনতের ফলঃ বিভিন্ন ধরনের আবিষ্কার আছে যার মাধ্যমে আমরা উপকৃত হই। এছাড়া ব্রেইনের আরো আবিষ্কার রয়েছে এর মধ্যে আছে অস্ত্র, পারমাণবিক বোমা এগুলোও ব্রেইনের মেহনতের ফল। বর্তমান দুনিয়ার আয়ের অধিকাংশ ব্যয় হয় অস্ত্র বানানো এবং অস্ত্র খরিদ করার পিছনে। আর সে তুলনায় খুব কম ব্যয় হয় অন্যান্য কাজে।

এই অস্ত্রের উদ্দেশ্য কি? সুন্দরবন এর বাঘ কিংবা অজগর মারার জন্য? নিশ্চই না? তাহলে এই অস্ত্র বানানোর উদ্দেশ্য কি? মানুষ মারার জন্য। বিশ্বের আয়ের অধিকাংশ ব্যয় হয় মানুষ মারার জন্য আর তুলনামূলক কম ব্যয় হয় মানুষ রাখার পিছনে, এটা ব্রেইনের মেহনতের ফল।
পক্ষান্তরে যারা ক্বলবের উপর মেহনত করে, তাদের ক্বলবের মেহনত লক্ষ কোটি অমানুষকে মানুষে রুপান্তরিত করে দেয়। এরাই হলেন বর্তমান এর হক্কানী আলেম সমাজ, হক্কানী পীর, আল্লাহওয়ালা ও বুযুর্গ ব্যক্তিত্বগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ