মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


ময়মনসিংহে সড়ক দূর্ঘটনা, ৫জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের ত্রিশালে বালুভর্তি ট্রাকের চাপায় সিএনজিতে থাকা ৫জনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল সকালে ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘটনাস্থলে ২জন এবং হাসপাতালে আরো ৩জনের মৃত্যু হয়।

নিহত অটোরিকশাচালক সাত্তার (৪০) উপজেলার রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে,ও বাউপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে অটো যাত্রী কলিমউদ্দিন (৮৫) ঘটনাস্থলেই মারা যান।

পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাঘাদারিয়া গ্রামের আজহারুলের স্ত্রী মিনা (৪৫), চক রামপুর এলাকার আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০) এবং বাগান এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সালাম নবী (৩৫) মারা যান।

ত্রিশাল থানা সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি বালিপাড়া যাচ্ছিল। সকাল পৌনে ৯টার দিকে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়।

-এএ


সম্পর্কিত খবর