মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


ময়মনসিংহে মহিলা মাদরাসায় আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পৌর শহরের 'জামিয়াতুল হুমাইরা রা. লিল বানাত' মহিলা মাদরাসার বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অফিস কক্ষের অফিসিয়াল কাগজপত্রসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া বলেন, আগুনের শিখা উপরে উঠে গেলে আমরা টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের উৎপত্তি হয়েছে।

মাদ্রাসার সদরুল মুহতামিম শায়খুল হাদিস হাফেজ মাওলানা মুজিবুর রহমান বলেন, আগুনটা অফিসকক্ষে লেগেছে। এতে অফিসের কম্পিউটার, অফিসিয়াল কাগজপত্র, কিতাবাদি ও অনেক গুরুত্বপূর্ণ মালামালসহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন পুরো মাদরাসায় ছড়ায়নি। তাছাড়া মাদরাসা বন্ধ ছিল। ছাত্রীরা সবাই ছুটিতে ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ