মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চাচি-ভাতিজার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের বিলনাদো গ্রামে সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচি-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- বিলনাদো গ্রামের বাঁশি আকিন্দের স্ত্রী মর্জিনা খাতুন (৫০) ও দেছের আকন্দের ছেলে রফিকুল ইসলাম (৩০)। তারা সম্পর্কে চাচি-ভাতিজা।

আহতরা হলেন- সোহাগ (২৫), ইয়াছিন (৩২) ও শহিদুল ইসলাম (৩৫)।

এ বিষয়ে মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল বলেন, ১০/১৫ দিন আগে ওই গ্রামের দেছের আকন্দ ও বাঁশি আকন্দর বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন।

এর প্রেক্ষিতে গত ২ দিন আগে ওই বাড়িতে পল্লিবিদ্যুৎ অফিসের লোকজন সংযোগ দিতে গেলে প্রতিবেশী আবুল কাশেম তার বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের তার টানাতে বাধা দেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিকল্প উপায়ে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে রফিক ও তার চাচি মর্জিনা খাতুন সিমেন্টের খুঁটি স্থাপনের সময় ওই খুঁটি বাড়ির পাশের ২২০ ভোল্টের সরবরাহ লাইনের তারের সঙ্গে স্পর্শ লাগলে রফিক বিদ্যুতায়িত হয়ে পড়েন।

তাকে উদ্ধারের চেষ্টায় চাচি মর্জিনা খাতুন এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। ফলে ঘটনাস্থলেই এ দুইজনের মর্মান্তিক মৃত্যু ঘটে। তাদের উদ্ধারে এগিয়ে এলে অপর ৩ জন আহত হন।

তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

পল্লিবিদ্যুতের তাড়াশ জোনাল অফিসের ডিজিএম মো. আশরাফ উদ্দিন খান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ