শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না গ্রিস-ক্যালিফোর্নিয়ার দাবানল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। আগুন নেভাতে কাজ করছেন কয়েক হাজার দমকলকর্মী। পুড়ে গেছে হাজার হাজার একর বনভূমি।

এদিকে চতুর্থ দিনের মতো জ্বলছে গ্রিসের রাজধানী এথেন্স। বিমান, হেলিকপ্টার থেকে পানি ছিটিয়েও নেভানো যাচ্ছে না আগুন। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে দাবানলে অন্তত দু'জনের মৃত্যু হয়েছে।

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন। অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ক্ষতিগ্রস্ত অর্ধলাখ মানুষ।

এরই মধ্যে বনাঞ্চলের কাছে থাকা বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজার হাজার মানুষ পড়েছেন বিপাকে। ক্যালিফোর্নিয়াজুড়ে অন্তত ১৩টি স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১১ হাজারের বেশি দমকলকর্মী।

গ্রিসের এথেন্সে পুড়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। হেলিকপ্টার থেকে পানি ছিটিয়েও দাবানল বাগে আনা যাচ্ছে না। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে দাবানলে বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৮ হাজার একর এলাকা। শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে কয়েক হাজার দমকলকর্মীর চেষ্টায় এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে আগুন।

প্রায় ১২০০ দমকলকর্মীর চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে নেভাতে বেশ বেগ পেতে হয়েছে।

পরিবেশবিদরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরও ভয়াবহতার মুখোমুখি হতে হবে। এরই মধ্যে বনাঞ্চল ও তৃণভূমি পুড়ে যাওয়ায় বায়ুমণ্ডলে ৩৪৩ মেগাটন কার্বন নিঃসরণ হয়েছে, যা পরিবেশের সুরক্ষায় বড় হুমকি হয়ে উঠতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ