শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৬৬ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে দেশে করোনাভাইরাসে আরও ১৬৬ জন মারা গেছে। যা আগের দিনের তুলনায় খানিকটা কম। এ নিয়ে দেশে মোট মারা গেছে ১৮ হাজার ৮৫১ জন।

সর্বোচ্চ ৬০ জন মারা গেছে ঢাকা বিভাগে, এরপর খুলনায় ৩৩ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এর সময় নতুন করে ৬ হাজার ৩৬৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.০৫ শতাংশ। পরীক্ষা কম হলেও গত কয়েকদিন ধরে শনাক্তের হার উর্ধ্বগতি থাকলেও গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে।

এ নিয়ে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ধরা পড়ে। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছে ৪১ লাখ ৫১ হাজারের বেশি মানুষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ