বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

‘সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে দায়িত্বশীলদের যোগ্য ও দক্ষ হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে দায়িত্বশীলদের যোগ্য ও দক্ষ হতে হবে। যুগ চ্যালেঞ্জের মোকাবেলায় নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। দেশে দুর্নীতি মারাত্মক আকার ধারণ করেছে। দুর্নীতিবাজদেরকে উৎখাত করে একটি ইনসাফপূর্ণ সমাজ গঠন করতে হবে। নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জবাবদিহিমূলক সরকার কায়েম করতে হবে।

রোববার (২০ জুন) দিনব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা (উত্তর) শাখার উপজেলা দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যবের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা নূর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালা বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট হারুনুর রশিদ। জেলা নেতৃবৃন্দ ও উপজেলা নেতৃবৃন্দ কর্মশালা অংশ নেন।

বিশেষ অতিথির আলোচনায় মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বর্তমান সরকার নিজিদের ক্ষমতাকে আজীবন টিকিয়ে রাখতে নাগরিক অধিকার ও বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে। তিনি বলেন, ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। তিনি সকলকে ইসলামের ছায়াতলে ফিরে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ