সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

মাওলানা মাহমুদ মাদানী: জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বিশ্বখ্যাত ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের কার্যনির্বাহী মুহতামিম ও জমিয়তে উলামায়ে হিন্দের নেতা সাইয়েদ মাওলানা কারী উসমান মানসুরপুরী রহ. এর ইন্তেকালে সাবেক সংসদ সদস্য ও জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ মাদানী সর্বসম্মতিক্রমে জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এর আগে ২১ মে শুক্রবার জুমার নামাজের পর তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরপরই জমিয়তের এ আসনটি নিয়ে বিতর্ক চলে আসছিলো। সবকল্পনা জল্পনার অবসান ঘটিয়ে আজ স্থানীয় সময় দুপুর ১২টায় জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল ফেসবুক ও টুইটার একাউন্টে দলটির নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়।

জানা যায়, আজ বৃহস্পতিবার দিল্লির জমিয়তে উলামায়ে হিন্দের সদর দফতরে ওয়ার্কিং কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে মাওলানা মাহমুদ মাদানীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। অনলাইন সভায় অনেক সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও জমিয়তে ওলামায়ে হিন্দের সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দীন কাসেমী জমিয়তে ওলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, কারী সাইয়েদ উসমান মানসুরপুরী শাইখুল ইসলাম হজরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর সুযোগ্য জামাতা। অল ইন্ডিয়া মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সদর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ