মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

গাজীপুরে ট্রাক ভর্তি গরু-মহিষ ছিনতাই, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ফ্লাইওভারের পাশে থেকে ডাকাতি হওয়া ১৫টি গরু ও ২টি মহিষ ঢাকার তুরাগ এলাকা থেকে উদ্ধার করে গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এসময় আন্তঃজেলা ডাকাত দলের ২সদস্য গ্রেফতার করা হয়। ২৫ মে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন এ তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো, ঢাকার তুরাগ থানার দিয়াবাড়ি এলাকার মৃত আরব আলীর ছেলে আবুল কাশেম (৪৩), জামালপুর সদর থানা পুলিশের নান্দিনা এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মনির হোসেন (২৫)।

পুলিশ সুপার সংবাদ সম্মেলন জানান, গত সোমবার ২৪ মে ভোর আনুমানিক ৪ টার দিকে রিমন হোসেন নামে এক গরুর ব্যবসায়ী রাজশাহী সিটি হাট থেকে ১৫টি গরু ও ২টি মহিষ ক্রয় করেন।

পরে তা নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ফ্লাইওভারের পাশে আসলে একটি গরু অসুস্থ হয়ে পড়ে। সড়কের এক পাশে ট্রাকটি থামালে একটি সাদা মাইক্রোবাসে করে ৭/৮ জনের একটি ডাকাত দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়।

গরুর ট্রাকে থাকা সকলকে মারধর করে ও অস্ত্রের ভয় দেখিয়ে ওই মাইক্রোবাসে তুলে নেয়। তাদেরকে রাজেন্দ্রপুর এলাকায় গজারি বনের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে গরুর ট্রাক নিয়ে পালিয়ে যায়।

সাংবাদ সম্মেলনে আরো জানান, পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি জনাব মোঃ আমির হোসেনের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম মোল্লা ও এসআই মোঃ জিহাদুল হক এর একটি দল অভিযান চালায়।

তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার তুরাগ থানাধীন দিয়াবাড়ীস্থ জনৈক আবুল কাশেমের গরুর খামার থেকে ১৫টি গরু ও দুইটি মহিষ উদ্ধার করে। এসময় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সংক্রান্তে কালিয়াকৈর থানায় একটি মামলা রুজু করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ