সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের

গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘মারকাযুল ফিকহিল ইসলামী’তে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর উত্তরা ১০নং সেক্টরে প্রতিষ্ঠিত ইসলামী গবেষণামূলক আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ‘মারকাযুল ফিকহিল ইসলামী’তে ভর্তি চলছে। মাদরাসাটির ইবতেদায়ী থেকে তাখাসসুস পর্যন্ত সব বিভাগেই চলছে এ ভর্তি কার্যক্রম।

প্রতিষ্ঠানটির পরিচালক জানান, গত ০৭ শাওয়াল থেকে আমাদের সকল বিভাগের অনলাইন/ অফলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তাই ভর্তি ইচ্ছুক সকল তালিবুল ইলমদেরকে অতিসত্ত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কোন বিভাগে ভর্তি হতে কেমন রেজাল্ট লাগবে সে সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, নিম্নে বর্ণিত বিভাগসমূহের নাম, ভর্তি পরীক্ষার কিতাব ও ভর্তিযোগ্য সর্বনিম্ন গড় নাম্বার হল-
১. উলূমুল হাদীস: ফতহুর বারী ১ম খন্ড, উমদাতুল ক্বারী ১ম খন্ড- ৮০%।
২. ইফতা: হেদায়া ৩য় , ফাতহুল কাদীর- ৮০%।
৩. তাকমীল: মিশকাত ১ম, বায়যাবী-৫৫%।
৪. ফযীলত: জালালাইন ১ম, হেদায়া ২য়- ৫৫%।
৪. জালালাইন: শরহে বেকায়া, নূরুল আনওয়ার - ৬০%।
৫. শরহে বেকায়া: কাফিয়া, মুখতাসরুল কুদূরী- ৬৫%।
৬. কাফিয়া: হেদায়াতুন্নাহু , ইলমুছ ছীগা- ৬৫%।
৭. হেদায়াতুন্নাহু: নাহবেমীর, শরহে মিয়াতে আ’মেল- ৭০%।
৮। নাহবেমীর : মিযান, এসো আরবী শিখি- ৭৫%।
৯। মিযান: তাইসীরুল মুবতাদী, তারিখুল ইসলাম- ৮৫%।
১০। তাইসীর: বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, বাংলা, ইংরেজী ৩য় শ্রেণী- ৮৫%।

প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি দেশ বরেণ্য মুহাক্কিক আলেমগণের তত্ত্ববধানে পরিচালিত। এর সার্বিক দিকনির্দেশনায় রয়েছেন শাইখুল হাদীস আল্লামা আব্দুল গফ্ফার সাহেব। তার দিকনির্দেশনায় প্রতিষ্ঠিনটি তা’লীম ও তরবীয়তের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বেফাকুল মাদারিসিল আরাবিয়ার গত ৪৩ তম কেন্দ্রীয় পরীক্ষায় কাঙ্খিত সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। ৪০ জন পরীক্ষার্থীর মাঝে ০৬ জন মেধাস্থান অধিকার করেছে, ১৫ জন মুমতাজ
( স্টারমার্ক) পেয়ে উক্তীর্ণ হয়েছে।

মাদরাসার ঠিকানা- বাসা# ০২, রোড# ০১, সেক্টর # ১০, উত্তরা, ঢাকা-১২৩০।
যাতায়ত- আব্দুল্লাহ পুর থেকে সুইচ গেইট নেমে অথবা উত্তরা হাউস বিল্ডিং থেকে রিকশায় উপরেউল্লেখিত ঠিকানায়।
যোগাযাগ- ০১৬১৬-৭৭৬৬৫০ (মুফতি খাইরুল ইসলাম) , ০১৬৭০-৭৪৮০৪৬( মুফতি নযীর আহমদ)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ