বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

ভারতে করোনার কঠিন পরিস্থিতি: পূর্বনির্ধারিত সময়ে খুলছে না দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতে করোনা মহামারীর কঠিন পরিস্থিতির কারণে পূর্ব নির্ধারিত সময়ে খুলছে না দারুল উলুম দেওবন্দ। মাদরাসাটির নায়েবে মুহতামিম মাওলানা কারি মুহাম্মদ উসমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দারুল উলূম দেওবন্দের পুরানো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এ ঘোষণা দেয়া হচ্ছে। পূর্বে ১০ শাওয়াল মাদরাসা খোলার যে ঘোষণা দেয়া হয়েছে, সেটা করোনা পরিস্থিতির কারণে বহাল থাকছে না।

দারুল উলূম দেওবন্দের সকল ছাত্রকে জানানো যাচ্ছে, পরবর্তি ঘোষণা দেয়া পর্যন্ত মাদরাসার সকল কার্যক্রম বন্ধ থাকবে।  আগের ঘোষণা অনুযায়ী কোনো ছাত্র যেনো মাদরাসায় উপস্থিত না হয়। মাদরাসা খোলার সিদ্ধান্ত হলে পরবর্তিতে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী নতুন শিক্ষাবর্ষে নতুন ভর্তি ও পড়াশোনার বিষয়ে পরবর্তিতে ঘোষণা হলেই ছাত্ররা মাদরাসায় আসবে। পরবর্তি ঘোষণা ছাড়া কেউ মাদরাসায় আগমন করবে না।

এদিকে দেশটির গণমাধ্যমগুলো জানায়, শুক্রবার দৈনিক সংক্রমণে ফের রেকর্ড গড়েছে ভারত। এক দিনে নতুন করে দেশে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে দিল্লিতেই নতুন করে আক্রান্ত ২৬ হাজার ১৬৯ জন। বৃহস্পতিবার রাতে পাওয়া তথ্য অনুযায়ী, শুধু দিল্লিতে এক দিনে সেখানে ৩০৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

সূত্র: দেওবন্দ ইসলাম মিডিয়া 

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ