মোস্তফা ওয়াদুদ: রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ চলছে। এতে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। উপস্থিত আছেন কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুর রব ইউসুফী, হেফাজত ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, ড. আহমদ আব্দুর কাদের, অর্থ সম্পাদক মুফতি মুনীর হোসাইন কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি জাবের কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমিনসহ হেফাজতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (২ এপ্রিল) বাদ জুমায় পূর্বঘোষিত কর্মসূচি এ বিক্ষোভ সমাবেশ করে হেফাজত। এর আগে গতকাল আজকের হেফাজতের এ বিক্ষোভে নতুন তিন নির্দেশনা দিয়েছিলেন হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। নির্দেশনা তিনটি ছিলো,
১) কেন্দ্রীয়ভাবে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জুমা সমাবেশ হবে।
২) কোথাও কোনো সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না।
৩) নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে।
গত সোমবার (২৮ মার্চ) হরতাল পালন শেষে আজকের এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলের নায়েবে আমীর আল্লামা আব্দুর রব ইউসুফী।
এমডব্লিউ/