সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাযাহেরি আর নেই আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার : প্রধান উপদেষ্টা বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শান্তি প্রতিষ্ঠা হবে: নূরুল ইসলাম বুলবুল প্রস্তুতি সম্পন্ন, রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট ফ্রান্সে মসজিদে ঢুকে মুসল্লিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা ভারতীয় মুসলিমদের পাকিস্তানিদের সঙ্গে তুলনা উচিত নয়: বিজেপি বিধায়ক মুফতী ফয়জুল করীমের মেয়রের চেয়ারে বসা আটকে আছে কোথায়? মোদি ইসরায়েলের পক্ষে, ইসলাম-মুসলমানের শত্রু: মাওলানা ফজলুর রহমান কিশোরগঞ্জে হাওরে ইসলামী আন্দোলনের শরবত বিতরণ

হেফাজতে ইসলাম কোনো প্রকার সহিংসতায় বিশ্বাসী নয়: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

গত রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলাম বাংলাদেশের হরতাল কর্মসূচি চলাকালীন গাড়ি পোড়ানো ও সহিংসতার বিষয়ে এবার মুখ খুললেন দলটির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ চাষাড়ার ডিআইটি মসজিদের সামনে গণমাধ্যমের কাছে দেয়া এক ব্রিফিংয়ে তিনি বলেন, হেফাজতে ইসলাম কোনো প্রকার সহিংসতায় বিশ্বাসী নয়। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। হেফাজতের পক্ষ থেকে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে যে ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতেই গ্রামবাসী ও মৃতের আত্মীয়-স্বজনরা সেন্টিম্যান্টাল হয়ে পড়েছিল। সেটা থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়ে থাকতে পারে। তার দায় হেফাজতে ইসলামের না। কেননা প্রশাসন যদি গ্রামবাসী ও মৃতের আত্মীয়-স্বজনদের ঠিক মতো নিহতদের জানাযা ও লাশ দাফন করতে দিতো এবং টালবাহানা না করতো তাহলে এমন কিছু হতো না। তাই এর দায় প্রশাসনকে নিতে হবে।

তিনি বলেন, আমরা প্রশাসনকে বলবো, আপনাদের কাছে আবারো অনুরোধ করছি গায়ের জোরে এবং বন্দুকের নলের জোরে সাধারণ জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না।

হরতালের দিন সাংবাদিকদের ওপর হামলার ব্যাপারে তিনি বলেন, হেফাজতে ইসলাম সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকদের সঙ্গে সব সময় ভালো সম্পর্ক রাখতে চায়। ব্যক্তি পর্যায়ে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে এর তার সঙ্গে দায়িত্বশীলদের কোনো সম্পর্ক নেই।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ