সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের

চবিতে যোগ দিলেন ড. মুনতাসীর মামুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. মুনতাসীর মামুন। তিনি 'বঙ্গবন্ধুর চেয়ার' চেয়ার পদে যোগদান করেছেন।

সোমবার (১৫ মার্চ) বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্ব গ্রহণ পরবর্তী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে তিনি বলেন, একটি দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় দেশের গবেষণা খাতকে সমৃদ্ধ করতে। শিক্ষকদের জ্ঞান গবেষণার মাধ্যমে সমাজের জন্য কাজ করতে। একটি প্রতিষ্ঠান টিকে থাকে সমাজের মানুষের জন্য।

তিনি আরও বলেন, শিক্ষকদের শিক্ষক থাকতে হবে। তারা কখনো সরকারি কর্মচারী হবেন না। তারা সমাজ থেকে টাকা নেবেন; সমাজের কাজ করবেন।

ড. মুনতাসীর মামুন বলেন, 'বঙ্গবন্ধু চেয়ারে নিয়োগ পাওয়ার পর আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন আমি কেন চট্টগ্রামে কেন যাচ্ছি। কিন্তু যখন এখানে এসেছি আমি সর্বোচ্চ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। শুধু বিশ্ববিদ্যালয় নয় চট্টগ্রামের মানুষও আমার এই পদে নিয়োগকে ইতিবাচকভাবে নিয়েছেন। আমি যতটুকু জানি এটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন ঘটনা যেটি সারাদেশের সকলে ইতিবাচকভাবে নিয়েছেন।'

তিনি বলেন, 'আমি চাইবো সকলের আশার প্রতিদান দিতে। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আর বঙ্গবন্ধুর কথা যখন আসে তখন বাংলাদেশের কথা আর আলাদাভাবে বলতে হয় না। আমি চাই বঙ্গবন্ধু ও বাংলাদেশের সকল ইতিহাস ও জীবনধারা গবেষণার মাধ্যমে সকলের কাছে উপস্থাপন করতে।'

অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, 'এ বিশ্ববিদ্যালয়ে যারা বাংলাদেশ ও বঙ্গবন্ধু নিয়ে গবেষণায় আগ্রহী তাদের জন্য আমার দরজা সবসময় খোলা। অনেক সময় গবেষণা গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা দেখা দেয়। আমি আশ্বাস দিচ্ছি সেই সমস্যা সমাধানে সর্বাত্বক চেষ্টা করবো।'

দেশে কেবল ৫ টি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আশানুরূপ গবেষণা হচ্ছে না। আর সবচেয়ে কম গবেষণা হয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে। বঙ্গবন্ধুকে নিয়ে দেশে প্রায় ১ হাজার বই বেরিয়েছে। সবগুলো প্রায় একই। আমি সকলের সাথে বসবো। সবার মতামতের ভিত্তিতে ঈদের পর থেকে কাজ চালিয়ে যাবার আশাবাদ ব্যাক্ত করেন ড. মুনতাসীর মামুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ