শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ইতালির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মারিও দ্রাগি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মারিও দ্রাগি। আজ শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।

গতকাল শুক্রবার দেশটির প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেল্লোর সঙ্গে তার একটি বৈঠকের পর এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ইতালির প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেল্লো দেশটির করোনা মহামারীর শোচনীয় অবস্থা এবং ভেঙ্গে পরা অর্থনীতি পুনরুদ্ধারে মারিও দ্রাগিকে প্রধানমন্ত্রী হওয়ার পরামর্শ দেন। এতে দেশটির অন্যান্য প্রধান রাজনৈতিক দলের নেতাদের সমর্থনও রয়েছে বলে জানা যায়। ফলে নির্বাচন ছাড়াই প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

এর আগে দ্রাগি ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেন। গত বছরের ডিসেম্বরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যার্থ হওয়ায় পদত্যাগ করেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ