শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


হেফাজতে নেতা মাওলানা জসিমউদ্দিনের অপারেশন সাকসেসফুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব ও লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিমউদ্দিনের অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে তার অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন হয়। তার ছেলে মাওলানা আশরাফ মাহদি ফেসবুক স্টাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রাত সাড়ে ১১ টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। র্দীঘ প্রচেষ্টায় ডাক্তাররা তার রক্তক্ষরণ বন্ধ করতে সক্ষম হয়।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে লালবাগ মাদরাসা থেকে বাসায় ফেরার পথে তার উপর হামলা করা হয়। তাকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে হামলাকারীরা। মারাত্মকভাবে আহত হোন তিনি।

কে বা কারা এ হামলা করেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তার উপর এ হামলা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ