শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


আল আকসা হামলা চালিয়ে ৩ যুবক ও ১ যুবতীকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর নদভী৷

ইসরায়েলি দখলদার সেনারা ফিলিস্তিনি ৩ যুবক ও এক যুবতীকে আল আকসা থেকে গ্রেপ্তার করেছে, এবং বেশকিছু ঘর ও তারা ধ্বংস করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে৷

আজ (সোমবার ৮ফেব্রুয়ারি) প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরায়েলি দখলদার বাহিনী আল-আকসা মসজিদের বাবে রাহমা,গেটে হামলা চালিয়ে ৩জন যুবক ও এক তরুণীকে গ্রেপ্তার করে নিয়ে যায়৷ এর আগে ও তারা আল-আকসা মসজিদে হামলা চালিয়ে মসজিদে আকসা সহ "বাবে রহমার নামাজের স্থানের গম্বুজকে অপমানিত করেছে৷

স্থানীয় সূত্র জানায়, একইদিনে তারা অধিকৃত জেরুসালেমের ইসলামিক কবরস্থানের তত্বাবধান কমিটির প্রধান ‘মোস্তফা আবু জহরাকে’ ও গ্রেপ্তার করে৷

কবরস্থান কমিটির সদস্য ‘মুহাম্মদ বাইদুন’ বলেন, দখলদার বাহিনীর আবু জহরাকে হাতকড়া পরিয়ে শহরের একটি গ্রেপ্তার ও তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। এছাড়াও ৪৮ জন বসতিস্থাপনকারী আজ সকালে দখলদার সৈন্যদের নিরাপত্তার আল-আকসা মসজিদের আঙ্গিনায় ফিলিস্তিনিদের উপর ঝাঁপিয়ে পড়ে।

ফিলিস্তিনের বসতিস্থাপন প্রতিরোধ কমিটির উর্ধতন একজন কর্মী জানান, দখলদার বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরের খিরবেত অঞ্চলে বেশ কয়কটি ঘর ও দুটি পশুর খামার ভেঙ্গে দেয়, ফলে ১৪টিরও বেশি পরিবার আশ্রয়হীনভাবে খোলা মরুভূমীতে দিন কাটাচ্ছে৷ এবং দখলদাররা সেখানের অধিবাসীদেরকে এ ঘটনা কাউকে জানাতে নিষেধ করে এবং সেখানে সামরিক শক্তি বৃদ্ধি করে৷

এদিকে কোনভাবে ঘটনাটি ফিলিস্তিনি রেডিও, টেলিভিশনের সাংবাদিকরা এবং বসতিস্থাপন প্রতিরোধ কমিটি জানতে পেরে ঘটনাস্থলের দিকে রওনা হয়, কিন্ত দখলদার সেনারা গাড়ী সহ তাদেরকেও আটক করে। সূত্র: ফিলিস্তিন টুডে এবং আলকুদস আরবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ