শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


আলিমের ফল রিভিউয়ের আবেদন করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশিত হয়েছে গতকাল শনিবার। ১১টি শিক্ষা বোর্ডের সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর ফল প্রকাশিত হয়েছে। এইচএসসি পরীক্ষার ফলাফলের মূল্যায়ন নিয়ে কোনো পরীক্ষার্থীর আপত্তি থাকলে তাঁরা পর্যালোচনার (রিভিউ) আবেদন করতে পারবেন।

আজ রোববার থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এই রিভিউর আবেদন করতে হবে।

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশের পর মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিমের ফল রিভিউয়ের বিস্তারিত তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Image may contain: text

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল রিভিউয়ের আবেদন নেওয়া হবে। আজ রোববার থেকে এসএমএসের মাধ্যমে এসএসসি ও আলিমের ফল রিভিউয়ের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এই রিভিউর আবেদন করতে হবে। এ জন্য ১২৫ টাকা ফি দিতে হবে।

যেভাবে আবেদন করবেন

টেলিটক সিম থেকেই ফল রিভিউয়ের আবেদন করা যাবে। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর (Mad) লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

মেসেজ সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে। এরপর আবারও মেসেজ অপশনে REV লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোনো অপারেটরের) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ