আওয়ার ইসলাম: ভারতে কৃষি আইন বাতিলে আজ সপ্তম দফায় কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসছে কৃষকরা।
কেন্দ্রের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে উৎপাদিত পণ্যের সর্বনিম্ন মূল্য নিয়েও আলোচনা হবার কথা রয়েছে। কৃষকদের দু’টি প্রস্তাব নিয়ে এরইমধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্র সরকার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কৃষি আইন বাতিলের বিষয়টি ক্ষতিয়ে দেখতে কমিটি গঠন করা হতে পারে।
এদিকে, দাবি না মানলে ৬ জানুয়ারি জিটি কর্নেল রোডে ট্রাক্টর র্যালি এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে র্যালি করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। গত বছর সেপ্টেম্বরে পাশ হওয়া তিনটি কৃষি আইন বাতিলে চার মাসের বেশি সময় ধরে তীব্র শীত এবং বৃষ্টি উপেক্ষা করে দিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা।
-এটি