শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


‘আতশবাজি ও শব্দদুষণ বন্ধে সরকারের পদক্ষেপ না থাকায় জনগণ মর্মাহত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেছেন, করোনার মত ভয়ানক মহামারী অবস্থায়ও থার্টি-ফাস্ট উদযাপনের নামে উম্মাদনা, আতশবাজি, বোমা ফাটানো দুঃখজনক।

আজ শুক্রবার রাজধানীর কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।

আতশবাজি ও বোমা ফোটানোতে যে ভয়ঙ্কর শব্দদূষণ হয়েছেন তাতে যে অসুস্থ, বৃদ্ধ, হার্টের রুগী ও শিশুরা সাস্থ্যঝুঁকিতে পড়েছে তার দায়ভার কে নেবে? হাজার হাজার টাকা অপচয়ের মাধ্যমে এভাবে শব্দদূষণ না করে শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের সহযোগিতায় এগিয়ে আসলে ভালো হতো না? এ ব্যাপারে সরকারের পদক্ষেপ কী জাতি জানতে চায়। থার্টি-ফাস্ট উদযাপনের নামে আতশবাজি, বোমা ফাটানোর বিরুদ্ধে আইন থাকলেও তা প্রয়োগ না থাকায় দেশের জনগণ হতাশ ও মর্মাহত।

তিনি আরো বলেন, ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান না মানার কারণে সারাবিশ্বে একের পর এক মহামারী আসছে। আল্লাহর গজব থেকে বাঁচতে সব ধরনের পাপকার্য থেকে বিরত থেকে সকলে মিলে মহান রাব্বুল আলামীনের নিকট খাটি তওবা করা খুবই প্রয়োজন। কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলেই সব ধরনের বিপদ-আপদ ও মহামারী দূর হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ